West Bengal Election 2021: আজ থেকে তৃণমূলের হয়ে প্রচারে জয়া বচ্চন, শুরু করছেন টালিগঞ্জ থেকে

Continues below advertisement

আজও রাজ্যে জমজমাট প্রচার। তৃণমূলের হয়ে প্রচারে নামছেন জয়া বচ্চন (Jaya Bachchan)। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের পর, টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে প্রচার করবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)প্রচার কর্মসূচি রয়েছে দুই জেলায়। হুগলির চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ছাড়াও, আজ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী। আজ হুগলির চুঁচুড়া ও শ্রীরামপুরে জনসভা করবেন জে পি নাড্ডা (JP Nadda)। এরপর টালিগঞ্জ ট্রামডিপো থেকে গড়িয়া মোড় পর্যন্ত রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাঁচটি প্রচার কর্মসূচি রয়েছে। হুগলির পাণ্ডুয়া, চন্দননগর, হাওড়ার বালি, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ও বেহালায় জনসভা করবেন তৃণমূল সাংসদ। হাওড়ার শিবপুর, বালি, হাওড়া দক্ষিণ ও সাঁকরাইলে প্রচার করবেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram