West Bengal Elections 2021: রাজ্য সরকারের ডিম-ভাত বনাম বিজেপির মাছ-ভাত

Continues below advertisement

রাজ্য রাজনীতিতে এবার ডিম-মাছের লড়াই। সাধারণ মানুষের নজর কাড়তে তৃণমূলের (TMC) ডিম-ভাতের কর্মসূচির পাল্টা জবাব বিজেপির (BJP) মাছ-ভাত কর্মসূচি। ভোটের মরসুমে সাধারণ মানুষে মুখে খাবার তুলে দেওয়ার জন্য ৫ টাকায় ডিম-ভাত ও ডাল-তরকারির দেওয়ার জন্য গত ১৫ই ফেব্রুয়ারি নবান্ন (Nabanna) থেকে ‘মা কিচেনে’র (Ma Kitchen) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পূর্ব মেদিনীপুরের এগরায় বিনামূল্যে ‘মাছে-ভাতে বাঙালি’ কর্মসূচি নিল বিজেপি। রবিবার এগরায় স্থানীয় বিজেপির বৈঠকের পরেই এই প্রকল্প চালু করা হয়। খাওয়ানো হয় প্রায় ৭০০ জনকে। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝোল ও চাটনি। এগরার বিজেপি নেতা কণিষ্ক পণ্ডাও উপস্থিত ছিলেন এই কর্মসূচীতে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram