West Bengal Weather Update: কাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

Continues below advertisement

উত্তরবঙ্গে কাল থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে বিহার, উত্তরবঙ্গ হয়ে পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় নিচু এলাকা প্লাবিত ও পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। বাড়বে নদীর জলস্তর।অন্যদিকে, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের দু’-একটি জেলায় কাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।

অন্যদিকে,১ জুলাই থেকে ৫০% যাত্রী নিয়ে চলবে সরকারি, বেসরকারি বাস (Bus), অটো (Auto), টোটো। আপতত বন্ধই থাকছে লোকাল (Local Train), মেট্রো (Metro)। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় থাকছে কড়াকড়ি। করোনা (Corona) বিধি মেনে বৃহস্পতিবার থেকে দিনে সাত ঘণ্টার জন্য খুলছে সেলুন, পার্লার। জিম খোলা আট ঘণ্টা। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে বাজার। ১১ থেকে ৯ ঘণ্টা বাকি দোকান খোলায় অনুমতি। 

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination Camp Scam) পুলিশের জালে দেবাঞ্জন দেবের (Debanjan Deb) আরও ২ সহযোগী। নাকতলার বাসিন্দা ধৃত কাঞ্চন দেব দেবাঞ্জনের খুড়তুতো দাদা। আরেক ধৃত শরফ পাত্র সংস্থার হয়ে ভুয়ো ভ্যাকসিন দিতেন বলে অভিযোগ।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram