Neet Exam: নেট-নিটে দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই অবশেষে অপসারিত এনটিএ-র ডিজি | ABP Ananda LIVE
NEET Scam: এন্ট্রান্স-কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, অপসারিত NTA-এর ডিজি। নিট-নেট নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যেই অপসারিত NTA-এর ডিজি। কম্পালসারি ওয়েটিংয়ে NTA-এর ডিজি সুবোধ কুমার সিংহ। আপাতত NTA-এর ডিজির দায়িত্বে প্রদীপ কুমার খারোলা। নিট ও নেট বিতর্কে তোলপাড়ের মধ্যেই নতুন আইন লাগু কেন্দ্রের। কার্যকর পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট। সরকারি পরীক্ষায় প্রশ্নফাঁস হলে কড়া শাস্তির সংস্থান। জারি গেজেট বিজ্ঞপ্তি। নিট প্রশ্নফাঁস কাণ্ডে নতুন তথ্য। ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র, খবর সূত্রের। পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে এই তথ্য, খবর সূত্রের। ঝাড়খণ্ডে গাড়িতে করে পালানোর সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে রাজ্য পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু তথ্য, জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। ABP Ananda Live
পরপর পরীক্ষা বাতিলের মধ্যেই আজ পরীক্ষা গ্রেস মার্ক পাওয়া ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার্থীদের। নিট বাতিলের দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভের ঘোষণা পড়ুয়া ও অভিভাবকদের। UGC-NET, CSIR UGC NET-এর পর NEET-PG এন্ট্রান্স-ও স্থগিত। আগের রাতে তড়িঘড়ি স্থগিতের ঘোষণা। প্রবেশিকার পবিত্রতা রক্ষার কারণ দেখাল কেন্দ্র।
এদিকে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পর চিকিৎসক মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট অ্যাসোসিয়েশনের তরফে জাতীয় সাধারণ সম্পাদক ডঃ অরুণ কুমার বলেন, "NEET-PG পরীক্ষার ১০ ঘন্টা আগে সরকার 'এর সততা বজায় রাখতে' স্থগিত করেছে পরীক্ষা। যদিও এর সততা ইতিমধ্যেই লঙ্ঘন করা হয়েছে। সরকার ২ লক্ষ শিক্ষার্থীর জীবন নিয়ে খেলছে। তিনটি পরীক্ষা পর পর স্থগিত করা হয়েছে। কিন্তু এভাবে আর কতদিন চলবে?"