'গ্রিন জোন' বীরভূমেও এবার করোনার হানা, ময়ূরেশ্বরে মুম্বই ফেরত ৩ জনের রিপোর্ট পজিটিভ
Continues below advertisement
রাজ্যে এবার গ্রিন জোনে করোনার হানা! বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, ময়ূরেশ্বরে মুম্বই ফেরত ৩ জনের রিপোর্ট পজিটিভ। আক্রান্তদের ভর্তি করা হয়েছে দুর্গাপুরের বেসরকারি কোভিড হাসপাতালে। নজর রাখা হচ্ছে ওই ব্যক্তিদের সঙ্গে কোয়ারেন্টিন সেন্টারে থাকা অন্যান্যদের ওপর।
Continues below advertisement
Tags :
Mayureswar Quarantine Centre Positive Green Zone Corona Abp Ananda West Bengal Birbhum Covid-19