Mamata Banerjee: 'আজকের বাংলা অনেক পাল্টে গিয়েছে', বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ABP Ananda Live

Continues below advertisement

রবিবার বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে উপস্থিত হন মমতা। সেখানেই বাংলার জয়গান করেন তিনি। মমতা জানান, নানা ভাষাভাষীর দেশ ভারত। বাংলার মধ্যেও অনেক স্থানীয় ভাষা রয়েছে। আজকের বাংলা অনেক পাল্টে গিয়েছে। বাংলার গুণীজনরাই গোটা দেশকে পথ দেখিয়েছিলেন, সে রবীন্দ্রনাথ ঠাকুর হোন, বা জীবনানন্দ দাশ, নেতাজি হোন বা নজরুল ইসলাম। জাতীয় স্তরে আন্দোলনের ভিত প্রস্তুত করে দিয়েছিলেন এঁরা। 'জয় হিন্দ' স্লোগান নেতাজির দেওয়া, 'বন্দে মাতরম' বঙ্কিমচন্দ্রের, 'জন গণ মন', জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা। নজরুলের কবিতা থেকেই নেওয়া 'জয় বাংলা', যা বাংলাকে মহিমান্বিত করতে ব্যবহার করি আমরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram