ফটাফট : হাথরসের পথে রাহুলকে ধাক্কা, হেনস্থা! নিজেই পড়ে গেছেন রাহুল, খোঁচা বিজেপির, সঙ্গে অন্যান্য খবর

Continues below advertisement
১. বারবার ধাক্কা। কলার ধরে আটকানোর চেষ্টা। ধস্তাধস্তিতে মাটিতে পড়ে গেলেন রাহুল গান্ধী। হাথরসে নির্যাতিতার গ্রামে যাওয়ার পথে রাহুল এবং প্রিয়ঙ্কা গাঁধীকে মাঝরাস্তায় বাধা যোগী-রাজ্যের পুলিশের। হাতে চোট লেগেছে রাহুলের, দাবি কংগ্রেসের।


২) রাহুল-প্রিয়ঙ্কা যাওয়ার আগে ১৪৪ ধারা জারি। পুলিশি বাধা সত্বেও পায়ে হেঁটে হাথরসে যাওয়ার চেষ্টা। রাহুল-প্রিয়ঙ্কাকে গ্রেফতার উত্তরপ্রদেশ পুলিশের! পরে ছেড়ে দেওয়া হয়।


৩) যমুনা এক্সপ্রেসওয়ের ওপর চাঞ্চল্যকর ছবি সামনে আসার পরও, বিজেপির দাবি, রাহুল নিজে থেকেই পড়ে গেছেন!



৪) রাহুলকে গ্রেফতার করার পর, কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জ পুলিশের। মাথা ফাটল কংগ্রেস কর্মীর। মহিলা কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্যের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram