ফটাফট : ধর্ষণ করা হয়েছিল, মৃত্যুর আগে জবানবন্দি হাথরসের নির্যাতিতার, পরিবারের সঙ্গে দেখা করতে এবিপি আনন্দকে বাধা, সঙ্গে অন্যান্য খবর
Continues below advertisement
১. ধর্ষণ করা হয়েছিল, মৃত্যুর আগে জবানবন্দি হাথরসের নির্যাতিতার।
২ হাথরসকাণ্ডে এসপি, ডিএসপি-সহ ৭ পুলিশ সাসপেন্ড। ঘটনাস্থলে থাকা সব পুলিশের নারকো, পলিগ্রাফ টেস্ট। অভিযুক্তদের সঙ্গে নির্যাতিতার পরিবারেরও নারকো টেস্ট।
৩. আইনের চোখে নির্যাতিতার মৃত্যুকালীন জবানবন্দিই চূড়ান্ত। উত্তরপ্রদেশ পুলিশের দাবি খারিজ আইনজীবীদেরও। ১১দিন পরে ফরেন্সিক পরীক্ষায় প্রশ্ন বিশেষজ্ঞদের।
৪. হাথরস গণধর্ষকাণ্ডে নির্যাতিতার গ্রামে যেতে এবিপি আনন্দকে বাধা যোগী সরকারের। কোনওমতেই দেখা করতে দেওয়া হল না নির্যাতিতার পরিবারের সঙ্গে। বারবার ক্যামেরা বন্ধের চেষ্টা, গাড়িতে তুলে বের করে দেওয়ার চেষ্টা। গ্রাম ঘিরে রাখল অসংখ্য পুলিশ।
৫. হাথরসে কীসের এত গোপনীয়তা? নির্যাতিতার পরিবারের সঙ্গে কেন বাধা এবিপি আনন্দকে? কোন ধারায় আটকাচ্ছেন? প্রশ্নের মুখে নীরব পুলিশ।
২ হাথরসকাণ্ডে এসপি, ডিএসপি-সহ ৭ পুলিশ সাসপেন্ড। ঘটনাস্থলে থাকা সব পুলিশের নারকো, পলিগ্রাফ টেস্ট। অভিযুক্তদের সঙ্গে নির্যাতিতার পরিবারেরও নারকো টেস্ট।
৩. আইনের চোখে নির্যাতিতার মৃত্যুকালীন জবানবন্দিই চূড়ান্ত। উত্তরপ্রদেশ পুলিশের দাবি খারিজ আইনজীবীদেরও। ১১দিন পরে ফরেন্সিক পরীক্ষায় প্রশ্ন বিশেষজ্ঞদের।
৪. হাথরস গণধর্ষকাণ্ডে নির্যাতিতার গ্রামে যেতে এবিপি আনন্দকে বাধা যোগী সরকারের। কোনওমতেই দেখা করতে দেওয়া হল না নির্যাতিতার পরিবারের সঙ্গে। বারবার ক্যামেরা বন্ধের চেষ্টা, গাড়িতে তুলে বের করে দেওয়ার চেষ্টা। গ্রাম ঘিরে রাখল অসংখ্য পুলিশ।
৫. হাথরসে কীসের এত গোপনীয়তা? নির্যাতিতার পরিবারের সঙ্গে কেন বাধা এবিপি আনন্দকে? কোন ধারায় আটকাচ্ছেন? প্রশ্নের মুখে নীরব পুলিশ।
Continues below advertisement