Top News: শুধু ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পই নয়, নেতা-মন্ত্রীদের নামের সঙ্গেই নাম রয়েছে দেবাঞ্জন দেবের

Continues below advertisement

কসবার (Kasba) ভুয়ো ভ্যাকসিনেশন কেন্দ্রে (Fake Vaccination Camp) দেওয়াই হয়নি কোভিড (Covid) টিকা। দেবাঞ্জন দেবের অফিস থেকে উদ্ধার হয়েছে কোভিশিল্ডের স্টিকার সহ প্রচুর ভায়াল। স্টিকারে নেই ব্যাচ নম্বর, ম্যানুফ্যাকচারিং বা এক্সপায়ারি ডেট, দাবি কলকাতা পুরসভার। পুরসভার অফিসারের পরিচয় দিয়ে মেহতা বিল্ডিং থেকে ভ্যাকসিন কেনে দেবাঞ্জন। কোভিশিল্ডের মতো স্পুটনিকের নামেও অন্য ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এখনও পর্যন্ত ২ হাজার জনকে ভুয়ো ভ্যাকসিন দিয়েছে দেবাঞ্জন। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যবসা বাড়ানোই ছিল তার উদ্দেশ্য, জেরায় দাবি ভুয়ো আইএএস অফিসারের। কসবা কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সহ বিরোধীরা। কসবা থানার ওসির ভূমিকায় হতাশ তৃণমূলের বোরো কোঅর্ডিনেটর। কসবা থানার ওসি জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে। তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ফলকে তৃণমূলের নেতা-মন্ত্রীদের সঙ্গে নাম রয়েছে দেবাঞ্জন দেবের (Debanjan Deb)। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের নয়না বন্দ্যোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram