'ভাইরাসের জন্য অর্থনীতি থমকে থাকতে পারে না' করোনাকালে এটাই বলেছিলেন ট্রাম্প! সেটাই কি কাল হল?
শেষ পর্যন্ত করোনা কাঁটাতেই কী বিদ্ধ হলেন ট্রাম্প? আর্লি ভোটিং থেকে রিপাবলিকানদের ঘাঁটি ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়া, করোনা পরিস্থিতি সামলাতে না পারা থেকে মহামারী নিয়ে উদাসীনতা, সেরকমই ইঙ্গিত মার্কিন নির্বাচনের ফলে। অন্যদিকে নির্বাচনে জয়ী হয়ে করোনা মোকাবিলায় জোর ভাবী প্রেসিডেন্টের।
করোনা কি থাবা বসাল ট্রাম্পের ভোট বাক্সেও? ট্রাম্পের পরাজয়ের নেপথ্যে কি বড় কারণ করোনা পরিস্থিতি সামাল দিতে না পারা? করোনাকে বিশেষ গুরুত্ব না দেওয়াতেই কি হোয়াইট হাউসের ওভাল অফিসে দ্বিতীয়বারের জন্য বসা হল না ডোনাল্ড ট্রাম্পের? প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়ার কাঁটাছেড়া করতে গিয়ে সামনে আসছে এইসব প্রশ্ন! কিন্তু কেন? ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন যেদিন হোয়াইট হাউসে ঢোকা নিশ্চিত করে ফেললেন, সেদিন ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি পেরিয়ে গিয়েছে! অর্থাত্ বিশ্বে করোনা আক্রান্ত প্রতি পাঁচ জনের মধ্যে একজন মার্কিন নাগরিক! মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ ৪৩ হাজার! বিশেষজ্ঞরা বলছেন, প্রথম থেকে করোনা ভাইরাসের সংক্রমণকে তেমন গুরুত্ব দেননি প্রেসিডেন্ট ট্রাম্প!