Yogi Adityanath:সবথেকে দুঃখজনক ব্য়াপার হল, এই ধরনের অনুষ্ঠানে আয়োজকরা প্রশাসনকে ঢুকতেই দেয় না:যোগী
ABP Ananda LIVE: 'সবথেকে দুঃখজনক ব্য়াপার হল, এই ধরনের অনুষ্ঠানে আয়োজকরা প্রশাসনকে ঢুকতেই দেয় না। দুর্ঘটনা ঘটার পর প্রাথমিকভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। প্রশাসনের তরফে যখন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আয়োজকরা পালিয়ে যায়। ADG আগ্রার নেতৃত্বে SIT গঠন করা হয়েছে। আমরা এই ঘটনা কোনওভাবেই অস্বীকার করছি না। এই ধরনের ঘটনা শুধু বিপর্যয় নয়। আর যদি বিপর্যয়ই হয়, তাহলে এর জন্য় কে দায়ী? কার ষড়যন্ত্র? নেপথ্যে কে? এসব জানতে রাজ্য সরকার বিচারবিভাগীয় তদন্ত করানোর সিদ্ধান্ত নিয়েছে। কিছু মানুষের এই ধরনের দুঃখজনক ঘটনা নিয়েও রাজনীতি করার প্রবৃত্তি রয়েছে। কিছু মানুষের প্রবণতা রয়েছে, চুরি করবে, আবার বড় বড় কথাও বলবে। সবাই জানে ওই ধর্মগুরুর সঙ্গে কার ছবি রয়েছে, কোন রাজনৈতিক দলের যোগ রয়েছে। সবাই জানে বিগত দিনে যে সমস্ত র্যালি হয়েছে, পদপিষ্টের মতো ঘটনা ঘটেছে, তার নেপথ্যে কে ছিল? এটা সবার জানা প্রয়োজন। যারা নির্দোষ মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলে, তাদের জবাব দিতে হবে'।