Gautam Adani : ' সেবি কি বিশেষ কোনও কারণে চোখ বুঁজে ছিল? '

Continues below advertisement

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর, আদানিদের ( Adani )  শেয়ারে ধস নেমেছে। এই রিপোর্টে দাবি করা হয়েছিল, কারচুপি করে শেয়ারের দর বাড়িয়েছিল আদানি শিল্পগোষ্ঠী ( Gautam Adani ) । কিন্তু, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এমনটা হয়ে থাকলে সেবি ( SEBI ) , SFIO'র মতো নিয়ন্ত্রক সংস্থা কী করছিল? 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram