'আর পাপের ভাগীদার হব না', রাজ্যসভায় ইস্তফা দিয়ে জানালেন দীনেশ ত্রিবেদী
Continues below advertisement
রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) । এবিপি আনন্দকে তিনি বলেন, "আর পাপের ভাগীদার হব না। গালাগালি আমাদের সংস্কৃতি নয়। বাংলায় হিংসা চলতে পারে না।" আজ রাজ্যসভা থেকে ইস্তফা দেন এই তৃণমূল সাংসদ। 'দমবন্ধ হয়ে আসছে, এভাবে কাজ করা যাচ্ছে না', রাজ্যসভায় জানান তিনি।
Continues below advertisement
Tags :
West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021