Durga Puja 2021: বার্কশায়ারের স্লাওয়ে পুজোর আড্ডা জমজমাট | Bangla News

Continues below advertisement

প্যান্ডেলে ঢুকেই প্রতিমা দর্শন, তারপর পুজোমণ্ডপে দেদার আড্ডা। তার ফাঁকে ভোগের খিচুড়িতে পেটপুজো। কখনও আবার গরমাগরম এগরোলের হাতছানি। পুজোর স্পিরিটে এ রাজ্যের কলকাতা আর বার্কশায়ারের স্লাও যেন মিলেমিশে একাকার! উমার বিদায়পর্বকে ঘিরে বাংলার আকাশে-বাতাসে যখন বিষণ্ণতার সুর, স্লাওয়ে তখন আগমনীর উচ্ছ্বাস।

স্লাওয়ের প্রবাসী বাঙালিরা ২০১৯ সালে নিজেদের উদ্যোগে প্রথমবার দুর্গাপুজো করেন। গত বছর কোভিডের কারণে নমো নমো করে পুজো হয়েছিল ভার্চুয়াল মাধ্যমে। সে অর্থে এবার তাঁদের পুজোর দ্বিতীয় বছর। সেতারের সুরমূর্চ্ছনায় ভেসে যাচ্ছে পুজোমণ্ডপ। ভোগের থালায় সনাতনী লুচি, মিষ্টি, মোহনভোগের সমাহার। যেন এক টুকরো বাংলা উঠে এসেছে ব্রিটেনের মাটিতে!

স্লাওয়ের পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে আড্ডা শব্দটি। আর পাঁচটা পুজোর মতো নির্ভেজাল আড্ডা, খাওয়াদাওয়া আর সাংস্কৃতিক অনুষ্ঠানই এই পুজোর মূল আকর্ষণ। স্বদেশভূমি থেকে অনেক দূরে প্রবাসে তা আলাদা মাত্রা পেয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram