রোজভ্যালিকাণ্ডে সিআইডি-র কাছে তদন্ত সংক্রান্ত নথি তলব করল সিবিআই
Continues below advertisement
রোজভ্যালিকাণ্ডে এবার সিআইডি-র কাছে তদন্ত সংক্রান্ত নথি তলব করল সিবিআই। রোজভ্যালিকাণ্ডে তত্কালীন সিআইডি অফিসার ওয়াকার রাজাকে এর আগে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ওয়াকার রাজা জানান, অন্য একটি মামলার সঙ্গে যুক্ত হওয়ায়, সেবির অভিযোগের তদন্ত নিয়ে তিনি কিছু জানেন না। এরপরই সিআইডি-র কাছে সেবির অভিযোগের তদন্ত সংক্রান্ত নথি তলব করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২০১২ সালে কাস্টমস হাউসে বৈঠক হয়। ছিলেন সেবি ও আরওসি-র প্রতিনিধিরা। সিবিআইয়ের দাবি, সিআইডি-র পক্ষ থেকে ওই বৈঠকে উপস্থিত হয়ে ওয়াকার রাজা দাবি করেন, অভিযোগ না থাকায় রোজভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এরপরই সেবির অভিযোগ পত্রের কপি পাঠানো হয় সিআইডি-র কাছে। তার প্রেক্ষিতেই ওয়াকার রাজাকে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
Continues below advertisement