India vs Bangladesh: অশ্বিন ও জাডেজার রেকর্ড পার্টনারশিপে ভর করে বাংলাদেশকে পাল্টা কোণঠাসা করল ভারত

Continues below advertisement

এক সময় ১৪৪ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় ইনিংস। সেই সময় ব্যাটে নেমেই পাল্টা আক্রমণ শানান আর অশ্বিন । দিনের শেষে তিনি অপরাজিত ১০২ রান করে মাঠ ছাড়লেন। দুরন্ত ইনিংস খেললেন রবীন্দ্র জাডেজাও। তাঁর সংগ্রহ ৮৬ রান। অশ্বিন ও জাডেজার রেকর্ড পার্টনারশিপে ভর করেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ছয় উইকেটের বিনিময়ে ৩৩৯ রান তুলে দিন শেষ করল ভারত। তাঁরা ইতিমধ্যেই ১৯৫ রান যোগ করে ফেলেছেন।

বাংলাদেশের পেসার হাসান মাহমুদের স্যুইংয়ের বিষে তখন ভারতীয় ব্যাটিংয়ের প্রাণ ওষ্ঠাগত। রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, একের পর এক রথী মহারথীরা প্যাভিলিয়নে। চেন্নাইয়ে চাপের মুখে তিনি কার্যত একাই বুক চিতিয়ে লড়াই করলেন প্রথম সেশনে। তিনি, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে বৃহস্পতিবার যিনি  ১১৮ বলে ৫৬ রানের ইনিংস খেললেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram