WTC 2021 Final: 'জয়-পরাজয়-ড্র', কিউয়িদের বিরুদ্ধে তিন ফলের সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না সম্বরণ বন্দ্যোপাধ্যায়
'তিনটি ফলই সম্ভব। ভারত জিততে পারে, ভারত হারতে পারে অথবা টেস্ট ড্র হতে পারে।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রিসার্ভ ডের খেলা শুরুর আগে মত প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের। "শেষ দিনের খেলা শুরুর আগে ভারত অন্তত ২৫০ রানের লিড নেওয়ার লক্ষ্য রাখবে। অন্যদিকে নিউজিল্যান্ডের লক্ষ হবে দ্রুত ভারতের ব্যাটসম্যানদের আউট করা। বুধবার প্রথম সেশনের খেলা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্রিজে রয়েছেন কোহলি ও পূজারা। দুজনে বড় পার্টনারশিপ করতে না পারলে সমস্যায় পড়বে ভারত।" মত সম্বরণের। তিনি আরও বলেন, "অদ্ভুত দোলাচলের মধ্যে রয়েছে এই টেস্ট ম্যাচ। গতকাল দুর্দান্ত বোলিং করেছেন মহম্মদ শামি। ব্যাটে নজর কেড়েছেন কেন উইলিয়ামসন। যদিও এর পরেও এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ। নিউজিল্যান্ডের জেতার সম্ভাবনা ১৫ শতাংশ। ভারতের জেতার সম্ভাবনা ১০ শতাংশ।"
অঙ্ক বলছে, পঞ্চম দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসে স্কোর ৬৪/২ এবং নিউজিল্যান্ডের চেয়ে ৩২ রানে এগিয়ে বিরাট কোহলিরা। ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা (১২) ও বিরাট কোহলি (৮)। উইকেটে দুর্দান্ত কিছু স্যুইং বা স্পিন হচ্ছে না। অশ্বিনেরও মনে হচ্ছে, ফয়সালা হওয়া কঠিন। খাতায়-কলমে ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে। তবে কথাতেই আছে, ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। বৃষ্টির জন্য প্রায় তিনদিনের খেলা নষ্ট হওয়ায় ভারত-নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল গড়িয়েছে রিজার্ভ ডে-তে। শেষ দিন টাইটানিকের শহরে কোনও নাটকীয় ক্রিকেটীয় চিত্রনাট্য লুকিয়ে আছে কি না, তা সময়ই বলবে।