Swapnil Kusale: অলিম্পিক্স শ্যুটিংয়ে ভারতের তৃতীয় পদক, দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন ধোনি-ভক্ত স্বপ্নিল | ABP Ananda LIVE

Continues below advertisement

অলিম্পিক্স শ্যুটিংয়ে ভারতের তৃতীয় পদক। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জয় স্বপ্নিল কুসালের। এই নিয়ে শ্যুটিংয়ে এল তৃতীয় পদক। মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা শ্যুটার জিতলেন অলিম্পিক্স পদক। অলিম্পিক্সে অভিষেকেই পদক জিতলেন স্বপ্নিল। এই ক্যাটেগরিতে প্রথম অলিম্পিক্স পদক জিতল ভারত। 

তাঁকে বলা হচ্ছে ভারতীয় শ্যুটিং রেঞ্জের মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। স্বপ্নিল কুসালে (Swapnil Kusale)। কিংবদন্তি ক্রিকেটার ধোনির মতোই যিনি রেলে টিকিট কালেক্টর হিসাবে কাজ করেন। স্বপ্নিলের আদর্শ? কোনও শ্যুটার নন, ক্রিকেটার ধোনি! শ্যুটিংয়েও যে ধোনির মতোই ধীর স্থির, শান্ত সংযত হতে হয়। ক্যাপ্টেন কুলের মতো। স্বপ্নিল নিজেই জানিয়েছেন যে, তিনি ধোনির ভক্ত। ধোনির বায়োপিক দেখে ফেলেছেন বেশ কয়েকবার।

বৃহস্পতিবার স্বপ্নিল নেমেছিলেন পুরুষদের ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পোজিশনসের ফাইনালে। তিনিই ভারতের প্রথম শ্যুটার হিসাবে ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পোজিশনসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন। আর সেখানে কড়া টক্কর সামলে ব্রোঞ্জ জিতলেন মহারাষ্ট্রের শ্যুটার। যাঁর দাদা ও বাবা স্কুলশিক্ষক। মা গ্রামপ্রধান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram