Olympics 2024: 'উচ্ছ্বাস সামলাতে পারছি না', অলিম্পিক্সে স্বপ্নিলের পদক জয়ে প্রতিক্রিয়া অলিম্পিয়ান রাহুল বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
অলিম্পিক্স শ্যুটিংয়ে ফের দুর্ধর্ষ পারফরম্যান্স ভারতের। শ্যুটিং থেকে এদিন এল তৃতীয় পদক। ৫০ মিটার রাইফেল থ্রি পোজিশনে ব্রোঞ্জ জয় স্বপ্নিল কুসালের। অলিম্পিক্স অভিষেকেই পদক-জয় স্বপ্নিলের। প্রথমে পিছিয়ে পড়লেও শেষ রাউন্ডে দুর্দান্ত কামব্যাক করেন তিনি। ৪৫১.৪ পয়েন্ট স্কোর করে দখল করে নেন তৃতীয় স্থান। জন্ম পুণের প্রত্যন্ত এক গ্রামে। মা পঞ্চায়েত প্রধান। মহেন্দ্র সিংহ ধোনির মতই টিকিট কালেক্টরের চাকরি করেন স্বপ্নিল। মাহিই তাঁর অনুপ্রেরণা। 'আমি নিজেই উচ্ছ্বাস সামলাতে পারছি না। একেবারে অপ্রত্যাশিত ছিল', প্রতিক্রিয়া অলিম্পিয়ান রাহুল বন্দ্যোপাধ্যায়ের।
তাঁকে বলা হচ্ছে ভারতীয় শ্যুটিং রেঞ্জের মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। স্বপ্নিল কুসালে (Swapnil Kusale)। কিংবদন্তি ক্রিকেটার ধোনির মতোই যিনি রেলে টিকিট কালেক্টর হিসাবে কাজ করেন। স্বপ্নিলের আদর্শ? কোনও শ্যুটার নন, ক্রিকেটার ধোনি! শ্যুটিংয়েও যে ধোনির মতোই ধীর স্থির, শান্ত সংযত হতে হয়। ক্যাপ্টেন কুলের মতো। স্বপ্নিল নিজেই জানিয়েছেন যে, তিনি ধোনির ভক্ত। ধোনির বায়োপিক দেখে ফেলেছেন বেশ কয়েকবার।