Image Source: pixabay

সজনে ডাঁটার অনেক গুণ। তবে সজনে ফুলও কম যায় না।

Image Source: pixabay

বসন্তকালের শুরুতেই সজনে ফুলের বড়া পাতে থাকা চাই।

Image Source: pixabay

অনেকে আবার ঘি বা তেলে এই ফুল ভেজে ভাতের সঙ্গে খান।

Image Source: pixabay

ঋতুবদলে সজনে ফুল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।

Image Source: pixabay

বছরের একটি নির্দিষ্ট সময় পাওয়া যায় এই সজনে ফুল।

Image Source: pixabay

ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি রয়েছে সজনে ফুলে।

Image Source: pixabay

তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এই ফুলের জুড়ি নেই।

Image Source: pixabay

এই সজনে ফুলে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিড্যান্ট।

Image Source: pixabay

অ্যান্টি আর্থ্রাইটিক এজেন্টও রয়েছে যা গাঁটের ব্যথা বা হাড়ের ব্যথার উপশম করে।

Image Source: pixabay

ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়ামে ভরপুর এই সজনে ফুল।