কমলালেবুর খোসা অনেকে ফেলে দেন।



কিন্তু এটি ত্বক ও চুলের জন্য সেরা।



এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। কীভাবে মাখবেন এই লেবুর খোসা?



এর জন্য প্রথমে কিছুটা নারকেল তেল নিতে হবে।



এবার এর মধ্যে লেবুর কিছু খোসা মিশিয়ে দিন।



এই অবস্থায় কিছুদিন রেখে দিন।



খোসার নির্যাস তেলের সঙ্গে মিশে যাবে।



এই তেলটি নিয়ম করে রাতে চুলে মাখতে হবে।



পরদিন সকালে ঘুম থেকে উঠে চুল ধুয়ে নিন।



এছাড়াও, জল দিয়ে মিহি করে বেটে নিতে পারেন। সেটি মাখলেও সমান উপকার মেলে।