মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ের টানে বাড়ি ছাড়েন কঙ্গনা কঙ্গনার ডাকনাম বেশ অন্যরকম। আরশাদ। এই নামের অর্থ হল ভক্তি ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনে কাজ করতে চাননি কঙ্গনা তিনি এই ধরনের প্রোডাক্টে বা মতাদর্শে বিশ্বাসীই নন। ছোটবেলায় আত্মীয়দের হাতেই যৌন হেনস্তার শিকার হয়েছিলেন একটি টক শো-এ এসে জানান কঙ্গনা অভিনেত্রীর দাবি, এই নিগ্রহ প্রায় পাঁচ বছর ধরে চলেছিল বলিউডে অভিনয়ের জন্য অসাধ্যসাধন করেছেন ৬ মাসে ২০ কেজি ওজন কমিয়েছিলেন তিনি 'থালাইভি' ছবির জন্য তাঁকে ২০ কেজি ওজন বাড়াতে হয়েছিল। ৩৪ বছর বয়সে এসে ২০ কেজি ওজন বাড়ানো ও কমানো খুব চ্যালেঞ্জিং শরীরে অনেক সমস্যা দেখা দিয়েছিল তাঁর 'স্ট্রেচ মার্কস' ও এসেছে। নাচেও দক্ষ কঙ্গনা রানাউত, কত্থক নৃত্যে রীতিমতো প্রশিক্ষিত।