হাওড়া জ্বলছে আগে থেকেই, বাইরে বেরোতে ভয় পাচ্ছেন মানুষ ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত, সোমবার পর্যন্ত আপাতত বন্ধ অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে, চলেছে ব্যাপক ভাঙচুর আক্রান্ত হয়েছে পুলিশ, বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ বিতর্কের আঁচ কলকাতাতেও, পার্ক সার্কাসে বিরাট মিছিল নূপুর শর্মা, নবীন জিন্দল তোপের মুখে, কুশপুতুল পোড়ানো হল পদদলিত করা হল ছবি, প্রতিবাদে শামিল কয়েকশো মানুষ কচ্চি রোড পর্যন্ত এগোয় মিছিল, তীব্র যানজট তৈরি হয় আগেই শান্তির বার্তা দেন মুখ্যমন্ত্রী, সংযত হতে বলেন তার পরেও থামছে না বিক্ষোভ, তবে শহরে অপ্রীতিকর কিছু ঘটেনি