Image Source: Pexels

যেকোনও খাবারে মিষ্টি স্বাদ আনার জন্য চিনির পরিবর্তে কিশমিশ ব্যবহার করা যায়।

Image Source: Pexels

মধুর রয়েছে অনেক গুণ। এটি একটি ন্যাচারাল সুইটনার। যেকোনও খাবারেই মিষ্টি স্বাদ আনতে পারে।

Image Source: Pexels

চায়ের সঙ্গেই সবচেয়ে বেশি পরিমাণ চিনি খাওয়া হয়। তাই চায়ে চিনির বদলে মধু মিশিয়ে খেতে পারেন।

Image Source: Pexels

জলখাবারে অনেকেই প্যানকেক খেতে ভালবাসেন। এর উপরে একটু মধু ছড়িয়ে দিলে স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়।

Image Source: ABP Live

চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন। বিশেষ করে গুড়ের পায়েস বা মিষ্টি স্বাদে অতুলনীয় হয়।

Image Source: Pexels

অনেকসময় বিভিন্ন মিষ্টি স্বাদের ফল থেকে পালপ (Pulp) তৈরি করে সেটাও ন্যাচারাল সুইটনার হিসেবে ব্যবহার করা যায়।

Image Source: ABP Live

অনেকে চায়ের মধ্যেও চিনির পরিবর্তে গুড় ব্যবহার করে থাকেন।

Image Source: Pexels

চিনির বদলে খাবারে মিষ্টি স্বাদ আনার জন্য খেজুরও ব্যবহার করতে পারেন।

Image Source: Pexels

চিনির পরিবর্তে বাজারচলতি সুগার ফ্রি না খাওয়াও স্বাস্থ্যের পক্ষে মঙ্গলজনক।

Image Source: Pexels

চিনির বদলে প্যানকেক বা কোনও শরবত খাওয়ার ক্ষেত্রে ম্যাপল সিরাপও ব্যবহার করতে পারেন।