ইতিহাস গড়লেন রুতুরাজ গায়কোয়াড়। অজিদের বিরুদ্ধে যে নজির গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি ২০ সিরিজে মোট ২২৩ রান করেছেন রুতুরাজ। অজিদের বিরুদ্ধে বিশের মঞ্চে দ্বিপাক্ষিক সিরিজে কোনও ব্যাটারের যা সর্বোচ্চ রান। ৫৫.৭৫ গড়ে পুরো সিরিজেই দারুণ ছন্দে ছিলেন ভারতের ডান হাতি ওপেনার। অজিদের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজে এর আগে সর্বাধিক রান ছিল মার্টিন গাপটিলের। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ২১৮ রান করেছিলেন গাপটিল। যা ভেঙে দিয়েছে রুতুরাজ। সিরিজের শেষ ম্যাচে রুতুরাজ ১০ রান আউট হয়ে যাওয়ায় অবশ্য অক্ষত থেকেছে বিরাট কোহলির রেকর্ড। ভারতীয় ব্যাটারদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজে সবথেকে বেশি রান বিরাট কোহলির। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে ২৩১ রান করেছিলেন তিনি। কোনও টি ২০ সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটারদের তালিকায় বিরাট ও কেএল রাহুলের (২২৪) পরেই স্থান করে নিয়েছেন রুতুরাজ (২২৩)। যদিও সিরিজের চতুর্থ ম্যাচেই কেএল রাহুলকে টপকে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম ৪ হাজার টি ২০ রান করার শিরোপা ছিনিয়ে নিয়েছেন রুতুরাজ।