রোমকূপ পরিষ্কার রাখুন।

অ্যান্টিব্যাকটিরিয়াল বডিওয়াশ ব্যবহার করুন।

পিঠেও ব্রণ ?

অ্যালোভেরা জেল রাতে লাগিয়ে উপুর হয়ে শুয়ে থাকুন।

গ্রিন টি ব্যবহারে উপকার।

ঠান্ডা গ্রিন টিতে তুলো ভিজিয়ে ব্রণর উপরে লাগান।

টক দই ব্যবহারে উপকার।

ব্রণর উপর লাগিয়ে রাখুন।

টক দই ও মূলতানী মাটির প্যাক।

শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

সপ্তাহে দুই বার

ওটস ও মধুর প্যাক ব্যবহার করুন।

বরফ কুচি ঘষে লাগান।

অ্যালোভেরা জেলেও একই রকম ঠান্ডা লাগে।

ব্রণ ও ব্রণের দাগ কার্যকরী

অলিভ অয়েল লাগাতে পারেন, তবে চিকিৎসকের পরামর্শে ।

সঠিক ঘুম

রাতের ঘুম ভাল হলে ব্রণ বা অন্যান্য ত্বকের সমস্যার প্রবণতা কমে।