বড় পর্দার পাশাপাশি সোশ্য়াল মিডিয়ায়ও সমান সাবলীল অনন্যা পাণ্ডে। দুরন্ত সব সাজে প্রায়ই ছবি দেন। হালের সংযোজন বেশ কয়েকটি সেলফি। তারা সুতারিয়া ও টাইগার শ্রফের সঙ্গে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু অনন্যার। 'গেহরাইয়ান' ছবিতে দীপিকা পাড়ুকোণের সঙ্গে স্ক্রিনস্পেস ভাগ করে নিয়েছেন। 'পতি, পত্নী অওর ওয়হ' ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। তবে শুধু ছবি নয়। সোশ্যাল মিডিয়াতেও দুরন্ত সাজপোশাকে ছবি দেন অনন্যা। সেই ধারাতেই নতুন সংযোজন সেলফি। দুরন্ত সেলফিগুলোতে ভক্তদের কমেন্টের জোয়ার তো ছিলই। কিন্তু এবার এতে খোদ কমেন্ট করেছেন অনন্যার মা ভাবনা পাণ্ডে। রেড ট্যাঙ্ক টপ ও কালো জ্যাকেটে নজরকাড়া লাগছিল অনন্যাকে। মুগ্ধ মা কমেন্টে তাই 'হার্ট' চিহ্ন এঁকে দিয়েছেন মেয়েকে মা।