রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে। স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে, তল্লাশি চালাতে গিয়ে, নগদ ২০ কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বস্তা বস্তা এই টাকা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায় নামে এই মহিলার বাড়ি থেকে। এই অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে ইডি জানিয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত মহিলার বাড়ি থেকে ২০ কোটি উদ্ধারের পর প্রশ্ন উঠছে এই টাকা কার? এত টাকা কোথা থেকে এল? অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে এই টাকা রাখা ছিল কেন? কে সেখানে টাকা রাখল? উত্তর খুঁজছে সিবিআই। SSC এবং প্রাথমিকের নিয়োগে, দুর্নীতির অভিযোগের পাহাড় ইতিমধ্যেই সামনে এসেছে। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, তখনও তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। তার মধ্যেই তোলপাড় ফেলে দিল খবরটা।