চুলকে সুন্দর, শক্ত এবং মজবুত করতে তেল মাখার বিকল্প আর কিছু নেই। চুলের যত্ন নিতে কোন কোন তেল মাখবেন?

আমন্ড তেল

আমন্ড ওয়েলে আছে ভিটামিন E, ম্যাগনেশিয়াম। নতুন চুল গজাতে সাহায্য করে। চুল পড়াও রোধ করে।

নারকেল তেল

ভিটামিন E এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ নারকেল তেল। নতুন চুল গজাতে সাহায্য করে এই তেল। চুল স্বাস্থ্যোজ্জ্বল করে।

ক্যাস্টর ওয়েল

ক্যাস্টর ওয়েলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা নতুন চুল গজাতে সাহায্য করে।

আঙুর বীজের তেল

আঙুর বীজ থেকে তৈরি তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শুধুমাত্র চুলি পুষ্টি জোগায় না, তার পাশাপাশি চুল মজবুত হতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে।

টি ট্রি ওয়েলে রয়েছে অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিব্যাক্টেরিয়াল গ্রন্থি উন্মুক্ত করে। চুলের গোড়া মজবুত করে।