Image Source: Pexels, Pixabay

ঘুম কতটা প্রয়োজন?

Image Source: Pexels, Pixabay

কেউ বলেন সাত ঘণ্টা, কারও আবার অন্তত ৯ ঘণ্টা ঘুম চাই।

Image Source: Pexels, Pixabay

স্বাস্থ্যের উপর ঘুমের সময়ের প্রভাব কী, তা বুঝতেই একটি সমীক্ষা হয়েছিল।

Image Source: Pexels, Pixabay

সেটা প্রকাশিত হয়েছিল PLOS Medicine-এই পত্রিকায়।

Image Source: Pexels, Pixabay

৫০ বছর বয়সে যাঁরা ৫ ঘণ্টা বা তারও কম ঘুমোন তাঁদের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত ২০ শতাংশ বেশি।

Image Source: Pexels, Pixabay

দীর্ঘ সময় ধরে পাঁচ ঘণ্টা বা তার কম ঘুমোলে মৃত্যুর ঝুঁকিও।

Image Source: Pexels, Pixabay

গবেষক দলের প্রধান ড. সেভেরিন সাবিয়া জানিয়েছেন, উচ্চ আয়ের দেশগুলিতে ক্রনিক রোগের প্রকোপ দেখা যাচ্ছে।

Image Source: Pexels, Pixabay

সুস্থ থাকতে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন বলে জানিয়েছে গবেষকরা।

Image Source: Pexels, Pixabay

খাদ্যাভ্যাস, লাইফস্টাইলকেও ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য দায়ী করা হয়েছে।

Image Source: Pexels, Pixabay

ঠিকমতো ঘুমনোর জন্য শোওয়ার ঘরে আলো নেভানোর বা অত্যন্ত কম আলো রাখার পরামর্শ দেওয়া হয়েছে।