শীতকালে যত্নের প্রয়োজন একটু হলেও বাড়াতে হবে।

বাতাসও ক্রমশ শুষ্ক হচ্ছে। তার ফলে ত্বক রুক্ষ হওয়ার প্রবণতা বাড়বে।

রোজ বাড়িতে নিজের ত্বকের যত্ন নেওয়ার জন্য কী কী করবেন একঝলকে দেখে নিন।

ত্বক ময়শ্চারাইজড রাখার জন্য নিয়মিত ভাবে ত্বকে ক্রিম ম্যাসাজ করা প্রয়োজন।

নিয়ম করে স্নানের পরে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্রিম ম্যাসাজ করা প্রয়োজন।

পাশাপাশি বডি হাইড্রেটেড রাখতে হবে।

তার জন্য সঠিক পরিমাণে জল খাওয়া প্রয়োজন।

শীতকালে সানস্ক্রিন ছাড়া একেবারেই বাইরে যাবেন না।

বাড়ি থেকে বেরনোর সময় ব্যাগে রাখুন ছাতা, সানগ্লাস, টুপি এবং স্কার্ফও।