Image Source: pixabay.com

শেষ পাতে মিষ্টি (Sweet) ছাড়া যেন খাওয়াটাই সম্পূর্ণ হয় না। যেকোনও খাবারের শেষে এক টুকরো মিষ্টি চাই চাই

Image Source: pixabay.com

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে শেষ পাতে নয়, বরং পেট ভরা খাবার খাওয়ার আগে মিষ্টি খেলে তা হজম হয় সহজে এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী

Image Source: pixabay.com

যেকোনও খাবার সঠিকভাবে হজম হওয়া জরুরি। কিন্তু কোনও খাবার যদি হজম প্রক্রিয়াতে বিঘ্ন ঘটায়, তাহলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

Image Source: pixabay.com

এমনই একটি খাবার মিষ্টি। যা সঠিক সময়ে না খেলে হজম এবং স্বাস্থ্যের নানা সমস্যা দেখা দিতে পারে

Image Source: pixabay.com

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, মিষ্টি হজম হতে অনেক বেশি সময় নেয়। তাই এটি খাওয়া দরকার যেকোনও খাবারের আগে

Image Source: pixabay.com

মিষ্টি আমাদের স্বাদকোরকগুলিকে (Taste Buds) বেশি সক্রিয় করে তোলে। ফলে অন্য যেকোনও খাবারের স্বাদ অনেক বেশি ভালো লাগে

Image Source: pixabay.com

শেষপাতে মিষ্টি খেলে তা হজম প্রক্রিয়ায় নানা সমস্যা তৈরি করে। এর ফলে অম্বল হওয়ার সম্ভাবনা বেশি থাকে

Image Source: pixabay.com

খাবারের শেষে মিষ্টি খেলে গা গোলানো, বমি ভাব এবং গ্যাসের সমস্যা দেখা দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের

Image Source: pixabay.com

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ, প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন