আর কিছুদিনের অপেক্ষা দীপাবলির আগেই ভারতে শুরু হয়ে যাবে 5G পরিষেবা। সোমবার তেমনই ঘোষণা করেছে টেলিকম সংস্থা রিলায়েন্স জিও।

তবে টেক সাইটগুলির রিপোর্ট বলছে, ভারতে ৫জি পরিষেবা চালু হলেও ইন্টারনেটের গতির যুদ্ধে অনেক পিছিয়ে থাকবে দেশ।

জেনে নিন, ইন্টারনেট স্পিড পরীক্ষায় ভারতের চেয়ে বহুগুণ এগিয়ে রয়েছে কোন দেশগুলি।

ওপেন সিগন্যালের প্রতিবেদন বলছে, বিশ্বের দ্রুততম ইন্টারনেটের দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব। এখানে ব্যবহারকারীরা 414.2 Mbps এর ডাউনলোড স্পিড পান।

এই তালিকায় দুই নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। এখানে ব্যবহারকারীরা 312.7 Mbps এর গড় ডাউনলোড গতি পান।

তিন নম্বরের কথা বললে, অস্ট্রেলিয়া 215.7 Mbps গতি নিয়ে তৃতীয় নম্বরে রয়েছে।

বিশ্বের তিন দেশের পর রয়েছে তাইওয়ানের নাম। 210.2 Mbps গতি নিয়ে চার নম্বরে রয়েছে এই দেশ।

কানাডা 178.1 Mbps এর গড় ডাউনলোড গতির সাথে পাঁচ নম্বরে রয়েছে। ছয় নম্বরে রয়েছে সুইজারল্যান্ড, যেখানে 150.7 Mbps গতি পান ব্যবহারকারী।

আমরা যদি দেশের বর্তমান 4G ইন্টারনেট স্পিডকে অন্যান্য দেশের সাথে তুলনা করি, তাহলে দেখা যাবে অনেক পিছিয়ে ভারত।

বর্তমানে, ভারতে ব্রডব্যান্ড সংযোগগুলি 30 থেকে 35 Mbps এর মধ্যে গতি দেয়। অর্থাৎ শীর্ষ দশের দেশগুলির তুলনায় এটি কোথাও স্থান পায় না।

Thanks for Reading. UP NEXT

অচেনা ভাষা? এক ক্লিকে অনুবাদ

View next story