চারিদিকে নানা তথ্য। সবকিছু চেনা ভাষায় থাকে না। পরিচিত ভাষায় তথ্য পেতে ভরসা অনুবাদ।
ABP Ananda
Image Source: Pexels

চারিদিকে নানা তথ্য। সবকিছু চেনা ভাষায় থাকে না। পরিচিত ভাষায় তথ্য পেতে ভরসা অনুবাদ।

এখন হাতের কাছে ডিকশনারিও প্রয়োজন হয় না। এখানেও ভরসা মোবাইল।
ABP Ananda
Image Source: Pexels

এখন হাতের কাছে ডিকশনারিও প্রয়োজন হয় না। এখানেও ভরসা মোবাইল।

আইফোনে রয়েছে এমন সুবিধা যা দিয়ে সহজেই অনুবাদ করা যায়। কোনও ছবিতে লেখা থাকলে সেটাও।
ABP Ananda
Image Source: Pexels

আইফোনে রয়েছে এমন সুবিধা যা দিয়ে সহজেই অনুবাদ করা যায়। কোনও ছবিতে লেখা থাকলে সেটাও।

প্রথমে ফোনের ক্যামেরা অন করতে হবে। যে লেখা অনুবাদ প্রয়োজন তার উপর ধরতে হবে।
Image Source: Pexels

প্রথমে ফোনের ক্যামেরা অন করতে হবে। যে লেখা অনুবাদ প্রয়োজন তার উপর ধরতে হবে।

Image Source: Pexels

লেখার চারপাশ ঘিরে হলুদ চিহ্ন দেখা যাবে। নীচের দিকে দেখা যাবে Live text icon, সেটা ক্লিক করুন।

Image Source: Pexels

এবার যতটা প্রয়োজন সেই অংশের লেখা সিলেক্ট করে ট্রান্সলেট বাটনে ক্লিক করতে হবে। পেয়ে যাবে প্রয়োজনীয় ভাষায় অনুবাদ।

Image Source: Pexels

কোনও অ্যাপ থেকে অনুবাদ দরকার পড়লে, সেই অংশের লেখা সিলেক্ট করে ট্রান্সলেট ক্লিক করলেই মিলবে অনুবাদ।

Image Source: Pexels

কোনও ছবি থেকেও একই পদ্ধতিতে অনুবাদ করা যায়। ছবির উপর থাকা লেখা অনুবাদ করা সম্ভব।