Image Source: Pexels

চারিদিকে নানা তথ্য। সবকিছু চেনা ভাষায় থাকে না। পরিচিত ভাষায় তথ্য পেতে ভরসা অনুবাদ।

Image Source: Pexels

এখন হাতের কাছে ডিকশনারিও প্রয়োজন হয় না। এখানেও ভরসা মোবাইল।

Image Source: Pexels

আইফোনে রয়েছে এমন সুবিধা যা দিয়ে সহজেই অনুবাদ করা যায়। কোনও ছবিতে লেখা থাকলে সেটাও।

Image Source: Pexels

প্রথমে ফোনের ক্যামেরা অন করতে হবে। যে লেখা অনুবাদ প্রয়োজন তার উপর ধরতে হবে।

Image Source: Pexels

লেখার চারপাশ ঘিরে হলুদ চিহ্ন দেখা যাবে। নীচের দিকে দেখা যাবে Live text icon, সেটা ক্লিক করুন।

Image Source: Pexels

এবার যতটা প্রয়োজন সেই অংশের লেখা সিলেক্ট করে ট্রান্সলেট বাটনে ক্লিক করতে হবে। পেয়ে যাবে প্রয়োজনীয় ভাষায় অনুবাদ।

Image Source: Pexels

কোনও অ্যাপ থেকে অনুবাদ দরকার পড়লে, সেই অংশের লেখা সিলেক্ট করে ট্রান্সলেট ক্লিক করলেই মিলবে অনুবাদ।

Image Source: Pexels

কোনও ছবি থেকেও একই পদ্ধতিতে অনুবাদ করা যায়। ছবির উপর থাকা লেখা অনুবাদ করা সম্ভব।

Thanks for Reading. UP NEXT

চটজলদি স্ক্যান? ফোনেই হবে কাজ

View next story