শীঘ্রই ভারতে 5G পরিষেবা পাওয়া যাবে। সবকিছু সময়মতো হলে চলতি বছরের দীপাবলির মধ্যে 5G পরিষেবা পেতে পারে দেশ।
সরকারের তরফে জানানো হয়েছে, 5G স্পেকট্রামের নিলাম 2022 সালের 26 জুলাই অনুষ্ঠিত হবে। 20 বছরের জন্য 72 গিগাহার্টজের বেশি স্পেকট্রামের জন্য নিলাম অনুষ্ঠিত হবে।
সেই ক্ষেত্রে কম যেমন (600 MHz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz)-এর স্পেকট্রামেরওনিলাম হবে।
সরকারের দাবি, ভারতে 5G পরিষেবা 4G-র থেকে প্রায় 10 গুণ বেশি গতিসম্পন্ন হবে।
ভারতের 13 টি শহরে প্রথম 5G সংযোগ দেওয়া হতে পারে।
১ আমদাবাদ ২ বেঙ্গালুরু ৩ চণ্ডীগড় ৪ চেন্নাই ৫ দিল্লি ৬ গাঁধীনগর ৭ গুরুগ্রাম ৮ হায়দরাবাদ ৯ জামনগর ১০ কলকাতা ১১ লখনউ ১২ মুম্বই ১৩ পুনে
তবে এখনও এটা স্পষ্ট নয় যে, কোন কোন টেলিকম অপারেটর প্রথম ভারতে বাণিজ্যিক 5G পরিষেবা শুরু করবে।