মুক্তির অপেক্ষায় বরুণ ধবন ও কিয়ারা আডবাণী অভিনীত 'যুগ যুগ জিও'। সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখা গেল। সম্প্রতি মুক্তি পেয়েছে কিয়ারার অপর ছবি 'ভুল ভুলাইয়া ২'। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি। ২০১৪ সালে অভিনয় যাত্রা শুরু করেন কিয়ারা আডবাণী। 'ফাগলি' ছবি দিয়ে। ২০১৬ সালে 'এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' ছবিতে সাক্ষী রাওয়াতের চরিত্রে অভিনয় তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। ২০১৮ সালে কর্ণ জোহরের পরিচালনায় 'লাস্ট স্টোরিজ' অ্যান্থলজিতে সাহসী চরিত্রে অভিনয় করে একসঙ্গে প্রশংসা ও বিতর্ক দুইই পান কিয়ারা। শুধু হিন্দি ছবিই নয়। কাজ করেছেন কিছু দক্ষিণী ছবিতেও। 'ভারত আনে নেনু', 'বিনয় বিধেয় রামা' তার অন্যতম। ২০১৯ সালে তাঁর অন্যতম জনপ্রিয় ছবি 'কবীর সিংহ'। এই ছবিতেও তাঁর চরিত্র বেশ সমালোচিত হয়েছিল। বড়পর্দার সঙ্গে ওটিটিতেও একইসঙ্গে কাজ করেছেন তিনি। 'গিল্টি', 'মাসাবা মাসাবা', 'ইন্দু কি জওয়ানি' প্রভৃতি তার উদাহরণ। ২০২১ সালের অন্যতম চর্চিত ছবি 'শেরশাহ'তে সিদ্ধার্থ মলহোত্রের বিপরীতে দেখা যায় তাঁকে। বলিউডে কান পাতলেই শোনা যায় কিয়ারা ও সিদ্ধার্থ সম্পর্কে রয়েছেন। তবে জনসমক্ষে কখনও সেই কথা স্বীকার করেননি কেউই।