পুদিনা

ত্বক ও চুলের পরিচর্যায় কাজে লাগে।

ব্রণর মোকাবিলা

অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ছাড়াও, পুদিনায় রয়েছে সেলিসিলিক অ্যাসিড। যা ব্রণর মোকাবিলা করে।

পুদিনা এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট রোজমেরিনিক অ্যাসিড।

কী কাজে লাগে ?

বলি রেখা রোধ করে।

ত্বকে পুদিনার আর কী ভূমিকা ? ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব ও ময়লা দূর করে। ত্বকের মৃত কোষ দূর করে।

খুশকির মোকাবিলা পুদিনায় অ্যান্টি-মাইক্রোবায়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। যা খুশকির মোকাবিলা করে।

চুলের বৃদ্ধি চুল পড়া রোধ করে পুদিনা। চুলের বৃদ্ধিতে কার্যকর।

সংক্রমণ-রোধে পুদিনা রোজমেরিনিক অ্যাসিড হল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। সংক্রমণ নিরাময়ে সাহায্য করে।

ত্বকে রক্ত ​​চলাচলে ভূমিকা পুদিনা লাগালে ত্বকে রক্ত ​​চলাচল ভাল হয়। পুদিনায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে রক্ষা করতেও সাহায্য করে।

হজমে পুদিনা পুদিনা পাতার চা খেলে হজম ভাল হয় এবং পেট শান্ত থাকে।