এই রবিবার ফাদার্স ডে কিন্তু এই দিন উদযাপনের তাৎপর্য কী? প্রতিটি সন্তানের কাছেই বাবা হল হিরো সেই হিরোদের জন্য একটি দিন বেছে নেওয়া ১৯০৮ সালের ৫ জুলাই প্রথম ফাদার্স ডে পালিত হয়েছিল মাইনস দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশে চালু হয় এই দিনের উদযাপন এক এক দেশে এক এক দিনে পালিত হয় এই ফাদার্স ডে বাবাদের ধন্যবাদ জানানো, তাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার দিন 'ফাদার্স ডে' বাবাদের জন্য নির্দিষ্ট কোনও দিন হয় না, কিন্তু একদিন 'বিশেষ' হলে ক্ষতি কী!