চলতি বছরেই দেশের বিভিন্ন শহরে শুরু হয়ে যাবে ৫জি পরিষেবা। অক্টোবরের মধ্যেই দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক পরিষেবার সাক্ষী থাকবে দেশ।

আগামী এক বছরের মধ্যে আমাদের দেশে 5G পরিষেবা ছড়িয়ে পড়বে।

সাত দিনের 5G স্পেকট্রাম নিলামে মোট চারটি টেলিকম কোম্পানি ১,৫০,১৭৩ কোটি টাকার স্পেকট্রামের জন্য বিড করেছে।

যার মধ্যে একাই রিলায়েন্স জিওর শেয়ার ৫৯ শতাংশের কাছাকাছি। রিলায়েন্স জিও ৮৮,০৭৮ কোটি টাকার 5G স্পেকট্রামের জন্য বিড করেছে।

পরিসংখ্যান বলছে, নিলামে Reliance Jio ৭০০ মেগাহার্টজের স্পেকট্রামের জন্য সব মিলিয়ে ২২টি সার্কেলে শীর্ষ দরদাতা হয়েছে৷

Jio মোট ২৪,৭৪০ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণ করেছে। ভারতী এয়ারটেল ১৯,৮৬৭ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য ৪৩,০৮৪ কোটি টাকার বিড করেছে।

নিলামের বিষয়ে টেলিকম মন্ত্রী জানিয়েছেন, সরকার যে 5G স্পেকট্রাম দিয়েছে তার মধ্যে ৭১ শতাংশ স্পেকট্রাম বিক্রি হয়েছে।

সরকার ব্লকে ৭২.০৯৮ মেগাহার্টজ স্পেকট্রাম রেখেছিল, যার মধ্যে ৫১,২৩৬ মেগাহার্টজ স্পেকট্রাম বিক্রি হয়েছে

আগামী ১০ অগাস্টের মধ্যে স্পেকট্রাম বরাদ্দ শেষ হবে।

যে পরিমাণ স্পেকট্রাম কেনা হয়েছে, তা দিয়ে সারা দেশে 5G মোবাইল পরিষেবা চালু করা যেতে পারে।