২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর- সহ নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা কর্তৃপক্ষ।
ABP Ananda
Image Source: Pexels

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর- সহ নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা কর্তৃপক্ষ।

মোটোরোলা সংস্থা তাদের আসন্ন ফোন মোটো এক্স৩০ প্রো মডেলে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রাখতে চলেছে।
ABP Ananda
Image Source: Pexels

মোটোরোলা সংস্থা তাদের আসন্ন ফোন মোটো এক্স৩০ প্রো মডেলে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রাখতে চলেছে।

এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকার কথা রয়েছে।
ABP Ananda

এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকার কথা রয়েছে।

মোটোরোলা এক্স সিরিজের এই ফোনে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

মোটোরোলা এক্স সিরিজের এই ফোনে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

আগামী ২ অগস্ট চিনে লঞ্চ হবে মোটো এক্স৩০ প্রো ফোন। অন্য কোথাও লঞ্চের ব্যাপারে কিছু জানা যায়নি।

এই ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির OLED HD+ ডিসপ্লে থাকতে পারে। রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ।

শোনা যাচ্ছে, দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে মোটো এক্স৩০ প্রো ফোন।

মোটো এক্স৩০ প্রো ফোনের একটি মডেলে থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।

এই ফোনেরই অন্য মডেলটিতে থাকতে পারে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।

মোটো এক্স৩০ প্রো স্মার্টফোনে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি থাকার কথাও শোনা গিয়েছে।