ভারতে নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে ইনফিনিক্স সংস্থা। ইনফিনিক্স স্মার্ট ৬ সিরিজের নতুন মডেল ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস লঞ্চ হয়েছে দেশে। ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের দাম মাত্র ৭৯৯৯ টাকা। আগামী ৩ অগস্ট থেকে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থস ফ্লিপকার্টের মাধ্যমে। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর, দুটো LED ফ্ল্যাশ সমেত ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে একটি ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। এক্সটেনডেড র্যাম ফিচারের সাপোর্ট রয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন বাজেট ফোনে। এর ফলে ফোনের ৩ জিবি র্যামের পরিমাণ বাড়িয়ে ৬ জিবি করা সম্ভব। এক্ষেত্রে ব্যবহৃত হবে ফোনের ইনবিল্ট স্টোরেজের অব্যবহৃত অংশ (৩ জিবি)। ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি।