Image Source: Pexels

নিজের বাড়িকে স্মার্ট হোম বানাতে চান? তাহলে কী কী গ্যাজেটে সাজাবেন দেখে নিন।


কম খরচেই বেশ কিছু চমৎকার গ্যাজেটের সাহায্যে নিজের বাড়িকে স্মার্ট হোম বানিয়ে ফেলতে পারবেন আপনি।

Image Source: Pexels

এই তালিকায় সবার প্রথমেই রাখতে পারেন স্মার্ট স্পিকার। ভয়েস কম্যান্ডের সাহায্যে এই ডিভাইস কাজ করবে।

Image Source: Pexels

স্মার্ট লাইট দেখতেও সুন্দর। আর কাজ করবে রিমোটের সাহায্যে। ফোনের মাধ্যমেও পরিচালনা করা সম্ভব।

স্মার্ট সিকিউরিটি ক্যামেরা- বাড়িতে বাচ্চারা থাকলে এই গ্যাজেট অপরিহার্য।

বাড়িতে স্মার্ট টিভি থাকলে তার স্মার্ট টিভি স্টিকও রাখতে পারেন।

আজকাল স্মার্ট ফ্যানেরও চল রয়েছে। স্ট্যান্ড ফ্যান বা সিলিং ফ্যান দু'ক্ষেত্রেই পাওয়া যায়।

রিমোটের সাহায্যে এইসব স্মার্ট ফ্যান চালানো সম্ভব। কাজ করে ভয়েস কম্যান্ডেও।

অনেক স্মার্ট ফ্যানের মধ্যে আবার লাইট লাগানো থাকে। সেটাও কাজ করে রিমোটের সাহায্যেই।

Image Source: Pexels

স্মার্ট হোম বানাতে চাইলে আগে বাড়িতে কিনে ফেলুন একটা স্মার্ট টিভি।