এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সন্তানেরাও পাবেন আরও বেশি পারিবারিক পেনশনের সুবিধা।
নিয়ম বলছে, অবসর গ্রহণের পর যদি পরিবারের দুই কেন্দ্রীয় সরকারি কর্মচারী মারা যান, তবে সেই পরিস্থিতিতে পরিবারের সন্তানরা (নমিনি) পেনশন পাবেন।
অবসর গ্রহণের পরে যদি উভয় ব্যক্তিই মারা যান, তবে এমন পরিস্থিতিতে তাদের সন্তান পারিবারিক পেনশনের সুবিধা পাবেন।
এখন কেন্দ্রীয় কর্মচারীদের পেনশনের সর্বোচ্চ সীমা আড়াই লাখ।
আগে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মৃত্যু হলে তার পরিবার পেনশনের সুবিধা পেত। সেই ক্ষেত্রে কেবল 45 হাজার টাকা পর্যন্ত পেত পরিবার।