আপনারও যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (PPF) কোনও কারণে বন্ধ হয়ে যায় তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন।

আপনি যদি প্রতি বছর এই অ্যাকাউন্টে অর্থ না রাখেন,তবে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এই অ্যাকাউন্টে আপনাকে বার্ষিক ন্যূনতম 500 টাকা জমা দিতে হবে।

আপনাকে এই কাজটি 15 বছর করতে হবে। অনেক সময় কোনও কারণে টাকা রাখতে ভুলে গেলে বা টাকা জমা না দিলে PPF অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়।

পিপিএফ অ্যাকাউন্ট ফের সক্রিয় করার প্রক্রিয়া খুব একটা কঠিন নয়।পিপিএফ অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করতে আপনাকে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেতে হবে।

যেখানে এই অ্যাকাউন্ট খোলা রয়েছে সেখানে যান।এখানে আপনাকে আবার অ্যাকাউন্ট সক্রিয় করতে একটি ফর্ম পূরণ করতে হবে।

প্রতি বছর আপনি যে ন্যূনতম টাকা জমা করেননি আপনাকে সেই ন্যূনতম 500 টাকা পেমেন্ট করতে হবে।

এই অর্থ জমার পাশাপাশি আপনাকে প্রতি বছর 50 টাকা জরিমানাও দিতে হবে।

পিপিএফ অ্যাকাউন্টে গ্রাহকরা ন্যূনতম 500 টাকা ও সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এর মেয়াদ ১৫ বছর।

মনে রাখবেন, অ্যাকাউন্টহোল্ডার যদি বন্ধ পিপিএফ অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনও পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান, তবে তাঁকে অনুমতি দেবে না সরকার।

কোনও ব্যক্তির দুটি পিপিএফ অ্যাকাউন্ট রাখারও অনুমতি দেয় না সরকার।