কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর। আপনি যদি ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকেন, তাহলে ১ জুলাই পেতে পারেন সুখবর।

রিপোর্ট বলছে, এবার সরকার ডিএ ৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।

যদি মহার্ঘ ভাতা 5% বৃদ্ধি হয়, তাহলে আপনার বেতন প্রায় 34000 টাকা বৃদ্ধি পাবে।

মহার্ঘ ভাতা বৃদ্ধি AICPI এর তথ্যের ওপর নির্ভর করে।মনে করা হচ্ছে, এবার কর্মীরা ৫ শতাংশ বর্ধিত ভাতার উপহার পেতে পারেন।

সরকার যদি মহার্ঘ ভাতা ৫ শতাংশ বাড়ায়, তাহলে কর্মীদের ডিএ 34 শতাংশ থেকে বেড়ে 39 শতাংশ হবে।

মনে রাখতে হবে, সরকার বছরে দুবার ডিএ বাড়ায়।

জানুয়ারি ও জুলাই মাসে সাধারণত মহার্ঘ ভাতা বৃদ্ধি পায়।

২০২২ সালের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে AICPI সূচকের পতন ঘটেছিল।

জানুয়ারিতে 125.1, ফেব্রুয়ারিতে 125 ও মার্চ মাসে 126 ছিল। যদিও এপ্রিলে এই ডেটা 127.7 গিয়ে দাঁড়ায়।

পরে মে ও জুন মাসে 127 এর উপরে চলে যায় সূচক। সেই কারণেই বলা হচ্ছে, এবার সরকার ডিএ 5 শতাংশ বৃদ্ধি করতে পারে।