Image Source: pixabay.com

একবার মাথার যন্ত্রণা (Headache) শুরু হলে আর কোনও কাজ করাই দায় হয়ে যায়

Image Source: pixabay.com

একটানা অসহ্য যন্ত্রণায় না আসে ঘুম আর না মন দেওয়া যায় কোনও কাজে

Image Source: pixabay.com

নানা কারণে মাথার যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে, সবক্ষেত্রে মাথার যন্ত্রণা মাইগ্রেনের সমস্যা নাও হতে পারে

Image Source: pixabay.com

লাইফস্টাইলের নানা ভুলের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে, অনেক ক্ষেত্রে জেনেটিক কারণেও হয়ে থাকে

Image Source: pixabay.com

এছাড়াও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের কারণে ভুগতে হয় এই সমস্যায়

Image Source: pixabay.com

যদি কোনও খাবার সঠিকভাবে হজম না হয় কিংবা গ্যাসের সমস্যা তৈরি করে, তাহলে মাথার যন্ত্রণা হতে পারে

Image Source: pixabay.com

চিজ, প্যানকেক কিংবা প্যাকেটজাত খাবার থেকে, জাঙ্ক ফুড খেলেও এই সমস্যা দেখা দিতে পারে

Image Source: pixabay.com

দীর্ঘক্ষণ না খেয়ে থাকলেও মাথার যন্ত্রণা দেখা দেয়, ব্রেকফাস্ট এড়িয়ে গেলে এই সমস্যা বেশি দেখা দেয়

Image Source: pixabay.com

সারাদিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলেও মাথার যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে

Image Source: pixabay.com

অত্যধিক মদ্যপান এবং ধূমপানের কারণেও হতে পারে প্রবল মাথার যন্ত্রণা