অপেক্ষার দিন শেষ হতে চলেছে। আপনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলে ১ জুলাই আসতে পারে খুশির খবর।

১ জুলাই থেকে সব কর্মচারীর বেতন বাড়তে পারে। আপনিও যদি একজন সরকারি চাকুরিজীবী হন, তাহলে দেখে নিন কত বেতন বাড়তে চলেছে আপনার।

এখন পর্যন্ত যে কর্মচারীরা 34 শতাংশ হারে ডিএ পাছ্ছিলেন, এবার তাঁরা 38 শতাংশ হারে ডিএ মহার্ঘ ভাতা পাবেন।অর্থাৎ সরকার ডিএ বাড়াচ্ছে 4 শতাংশ।

সর্বোচ্চ মূল বেতনের হিসাবে প্রতি মাসে বেসিক বেতন - 56,900 টাকা হলে মাসে ডিএ বাড়বে 2,276 টাকা

সেই ক্ষেত্রে বার্ষিক বেতন বাড়বে (মাসিক বৃদ্ধি x 12) - 27,312 টাকা

ন্যূনতম মূল বেতনের হিসাবে প্রতি মাসে বেসিক বেতন 18,000 টাকা হলে মাসে ডিএ বাড়বে ৭২০ টাকা

সেই ক্ষেত্রে ওই ব্যক্তির বার্ষিক বেতন বাড়বে (মাসিক বৃদ্ধি x 12) - 8,640 টাকা

আসলে দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণেই সরকার শীঘ্রই কর্মীদের ডিএ বাড়াতে পারে।

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুসারে, সরকার ডিএ সম্পূর্ণ 4 শতাংশ বৃদ্ধি করতে পারে।

এআইসিপি সূচকের তথ্য বলছে, জানুয়ারি মাসে এই সূচকের সংখ্যা ছিল 125.1 । ফেব্রুয়ারিতে যা 125-এ পৌঁছয়। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১২৬।