আজ থেকে প্রায় তিন দশক আগে, ১৯৮৭ সালে টিভিতে সম্প্রচারিত হত রামানন্দ সাগর পরিচালিত 'রামায়ণ'।

ধারাবাহিকের মুখ্য তিন চরিত্রে, রাম, লক্ষ্মণ ও সীতার ভূমিকায় অভিনয় করতেন যথাক্রমে অরুণ গোভিল, সুনীল লাহিড়ি ও দীপিকা চিখলিয়া।

একাধিক সূত্রের খবর, এই ধারাবাহিকের শ্যুটিং হয়েছিল মুম্বইয়ে। কিন্তু আসলে এর শ্যুটিং হয়েছিল গুজরাতের উমরগ্রামের বৃন্দাবন স্টুডিওয়।

শ্রী হীরাভাই পটেল একটি সরকারি ভর্তুকি প্রকল্পের অধীনে গুজরাতে ৪০ একর জমি অধিগ্রহণ করেন এবং তাতে 'রামায়ণ' স্টুডিও স্থাপন করেন।

স্টুডিওর লোকেশন ছিল নদীর ধারে এবং একাধিক দৃশ্য যেখানে সমুদ্র দেখানো হয়েছে তা স্টুডিওর মধ্যে শ্যুট করা হয়।

পোশাক, বসার জায়গা, রথ থেকে শুরু করে সকল প্রধান জিনিসের দায়িত্বে ছিলেন আর্ট ডিরেক্টর ও স্টুডিওর তৎকালীন মালিক প্রয়াত হীরাভাই পটেল।

একাধিক প্রতিবেদন সূত্রে খবর 'রামায়ণ' ধারাবাহিকের শ্যুটিং শুরু হয় ১৯৮৫ সালে এবং আগামী পাঁচ বছর ধরে তা চলে।

'রামায়ণ' ধারাবাহিকের প্রত্যেক পর্বের বাজেট থাকত ৯ লক্ষ টাকা যা সেই সময়ে প্রযোজিত সবচেয়ে দামি অনুষ্ঠান।

এই অনুষ্ঠান এত খ্যাতি লাভ করে যে তিনবার এর মেয়াদ বৃদ্ধি হয়ে ৫২টি পর্বের বদলে ৭৮টি পর্ব দেখানো হয়।

এই ধারাবাহিক ৫৫টি ভিন্ন দেশে দেখানো হয় এবং দর্শক সংখ্যা ছিল প্রায় ৬৫০ মিলিয়ন।