নতুন লুকে প্রিয়ঙ্কা সরকার, আসছে নতুন সিনেমা 'মীরজাফর'। প্রকাশ পেয়েছে ছবির প্রথম লুক, অন্যান্যদেরও লুক প্রকাশ পেয়েছে। পরিচালক অর্কদীপ মল্লিকা নাথের প্রথম ছবি এটি, প্রযোজনা করছেন রানা সরকার। এই রাজনৈতিক থ্রিলারে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার কাহিনীর ছোঁয়া থাকবে । শোনা যাচ্ছে, অধিকাংশ অংশের শ্যুটিং হবে মুর্শিদাবাদেই। এই ছবির ঘোষণা করে রানা জানিয়েছিলেন, এটা নতুন প্রজন্মের মূলধারার ছবি চলতি বছরের ঈদে এই ছবি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। এখনও ছবি শ্যুটিং শুরু হয়নি, শোনা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথমে শুরু হবে শ্যুটিং।