প্রস্থেটিক মেকআপ। আজকের দিনে এই শব্দটার সঙ্গে পরিচিত বহু মানুষ

কম বেশি সকলেরই জানা আছে যে প্রস্থেটিক মেকআপের মাধ্যমে যেকোনও কাউকে যেকোনও লুক দেওয়া সম্ভব

তেমনটাই দেখা গেল ফের। সম্প্রতি টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় তেমনই একটি ছবি পোস্ট করেছেন

বলে না দিলে তাঁর আসল চেহারা আন্দাজ করা কঠিন। সঙ্গে বোঝাই যাচ্ছে না যে তিনি কে?

সম্প্রতি টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন

ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একেবারে বৃদ্ধ লুকে। সঙ্গে মেকআপ আর্টিস্টের সঙ্গেও পরিচয় করিয়ে দেন

আবিরের পোস্ট থেকে জানা যাচ্ছে, মায়াকুমারী ছবির জন্যই তাঁর এই লুক

ছবিতে আবিরের লুক দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের

কেউ বিশ্বাসই করতে পারছেন না যে, ছবিতে থাকা বৃদ্ধ ব্যক্তিটি আসলে হ্যান্ডসাম আবির চট্টোপাধ্যায়

ছবিতে প্রশংসিত হয়েছে আবির চট্টোপাধ্যায়ের লুক থেকে অভিনয়

Thanks for Reading. UP NEXT

রকুলপ্রীত সিংহের 'সিনেযাত্রা'

View next story